GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

স্টাফ রিপোর্টারঃ গতকাল বগুড়ার শিবগঞ্জ আলিয়ার হাট রোকেয়া ছাত্তার বিদ্যালয় মাঠে আয়েশা হযরত এবং সাকো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রতœগর্ভা মা মিসেস আল হাজী আয়েশা হযরতুল্লাহর সভাপতিত্বে  ঐতিহ্যবাহী গ্রাম বাংলার সাংস্কৃতিক খেলাধুলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকো ফাউন্ডেশনের পরিচালক ড. আক্তার আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস দিলরুবা বানু, মিসেস মেহেজাবিন আজম, মিসেস হাজী মতিন, মনোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম লিটন, জাহেদুল ইসলাম জাহিদ, রোকেয়া ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক, পলাশ, শহিদুল ইসলাম, আশার আলো কেজি স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক কামরুল হাসান। উক্ত অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা, লাঠি খেলা, কলাগাছ বয়ে উঠা খেলা, হাড়ি ভাঙা খেলার আয়োজন করা হয়। পরে অনুষ্ঠানের সভাপতি রতœগর্ভা মা মিসেস আল হাজী আয়েশা হযরতুল্লাহ বলেন, আগামীতে আরোও ব্যাপক আকারে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হবে।
Comments
0 Comments
 
Top