GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

স্টাফ রিপোর্টারঃ গতকাল বগুড়ার শিবগঞ্জে ১৮ দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবরোধের তৃতীয় পর্যায়ে পঞ্চম দিনে শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুল হালিম বিপ্লবের সভাপতিত্বে এক আলোচনা সভা বিএনপি কার্যালয়ের সামনে সোনালী ব্যাংক চত্ত্বরে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলমের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্ত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এই  সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে এখন ঘরে ঘরে লাশ পৌছে দিচ্ছে। এই সরকার রক্ত চোষা সরকার, রক্তকে বেশী পছন্দ করে, রক্ত খেয়ে খেয়ে তার দুটি ঠোট লাল হয়ে গিয়েছে, এ সরকার ইসলাম ধর্মকে নিয়ে তালবাহানা শুরু করেছে। এই সরকারকে পতন করার সময় ঘনিয়ে এসেছে। এদেশের মানুষরা ঘরে বসে থাকবে না, তারা এখন রাজপথে নেমে এসেছে। এ সময় পৌর জামায়াত আমীর বলেন, এই সরকার বড় ধরনের কারচুপি করে ক্ষমতায় এসেছে। ক্ষমতা ছেড়ে দিতে তার খুব মায়া লাগছে, এদেশ কি তার বাবার? রাত যত গভীর হয় দিন তত নিকটে আসে। এই সরকারের সামনে অনেক কাঁটা, একটা কাঁটাকে সড়াতে গিয়ে পিছু হেটেছে। তার প্রমাণ কাদের মোল্লার ফাঁসির আদেশ দিয়ে সময় পিছিয়ে নেওয়া। এ সময় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শাহ এম.এ জলিল, বুলবুল আহম্মেদ, আব্দুল করিম, আব্দুল রাজ্জাক, মুকুল, রফিকুল ইসলাম, যুবদল নেতা রবিউল আলম, ফজলু, হান্নান, ছাত্রদল নেতা আব্দুল গোফ্ফার বাবু, ফজলার রহমান জয়, রবি, জেমি, সোহেল মোল্লা, আমিনুল ইসলাম মুশফিক, কামরুর হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, গুজিয়া বন্দর বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ সাবু, আমতলী বন্দর বিএনপি নেতা আব্দুল মান্নান, মইনুল ইসলাম সজল, মিজানুর রহমান মজনু, বগিলা বন্দর বিএনপি নেতা বিপুল, হাসান প্রমুখ। পরে বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম তাজুল ইসলাম সকল নেতাকর্মীদের উদ্দেশ্য আজ নাগর বন্দরে বিকাল ৩টায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্বর্তস্ফূর্ত হওয়ার আহ্বান জানান।
Comments
0 Comments
 
Top