স্টাফ রিপোর্টার: জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল ৮টা ৫ মিনিটে দলের কেন্দ্রীয়
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে শহীদ বেদীর
সামনে গিয়ে ফুল দিয়ে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন
শেষে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকাল ৮টা
১৫ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে খালেদা জিয়া।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী, ড.
খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক
নেতাকর্মী।
এছাড়াও সকাল থেকেই সাভারের বিশমাইল এলাকা থেকে নবীনগরের এলাকা ছাড়াও
জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদী পর্যন্ত সারি সারি হাত দিয়ে পুরো স্মৃতিসৌধ
দখলে করে রাখেন বিএনপির নেতাকর্মীরা।