GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ ১৮ দলীয় জোটের পক্ষ থেকে মঙ্গলবার ভোর ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টা অবিরাম শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির ঘোষণা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রহসনের নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনকালীন সরকারের ধরন এবং সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আমাদের আন্দোলন চলছে।

তিনি বলেন, জনমত এবং গণদাবিকে তোয়াক্কা না করে সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করার দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রায় দেড় শতাধিক প্রার্থী এ প্রহসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। পৃথিবীর ইতিহাসে এ ধরণের নির্বাচনের কোনো নজির নেই। গণদাবির প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের সরকারী উদ্যোগ জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে পরিগণিত হবে।

নজরুল ইসলাম বলেন, র‌্যাবকে বর্তমান সরকার তাদের নিজস্ব পেটোয়া বাহিনীতে পরিণত করে র‌্যাব-এর ভাবমূর্তি ও মর্যাদাকে ভুলুন্ঠিত করেছে। বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম এবং অপহরণের মতো অপকর্মে নিয়োজিত করার মাধ্যমে সরকার র‌্যাব’র গৌরবোজ্জ্বল ভূমিকাকে ধ্বংস করে দিয়েছে।

একইসাথে দেশের বিভিন্ন স্থানে র‌্যাব-পুলিশ কর্তৃক বিরোধী নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা ও গুমের পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

সরকারের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, গুম-হত্যার ধারাবাহিকতায় লক্ষীপুরে বিরোধী দলীয় ২ জন নেতাকর্মীর লাশ গুম করা হয়েছে, একইভাবে সাতক্ষীরায়ও লাশ গুম করা হয়েছে বলে আমরা আশংকা করছি।

সরকার সংবাদ মাধ্যমগুলোকেও নিয়ন্ত্রণ করে সমস্ত ঘটনার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

 প্রবীন সাংবাদিক শফিক রেহমানের বাড়ির সম্মুখে পেট্টোল বোমা নিক্ষেপ, দৈনিক সংগ্রাম পত্রিকার অফিসে বোমা ও গুলি বর্ষণে নিন্দা জানান বিএনপির এ মুখপাত্র।

তিনি বলেন, আজ দেশের প্রায় সব জাতীয় দৈনিকে এসব নাশকতার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের জড়িত থাকার খবর প্রকাশিত হয়েছে। নোয়াখালীতে বিচারপতির বাসভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় তিন ছাত্রলীগের নেতাকর্মী আটক হয়েছে। তাছাড়া সাতক্ষীরায় সংখ্যালঘু সম্প্রদায়ের দু’টি বাড়িঘর পুড়িয়ে পালানোর সময় যুবলীগ নেতা আবদুল গফফারকে হাতেনাতে আটক করা হয়। আবদুল গফফার জানিয়েছে- স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্দেশে সে হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িতে আগুন দেয়। আবদুল গফফার এ ঘটনার সাথে আরো তিনজনের জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। ইতোপূর্বে বিভিন্ন নাশকতার ঘটনায় আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা ধরা পড়েছে। এর মাধ্যমে সরকারের মুখোশ উন্মোচিত হচ্ছে।

নজরুল ইসলাম খান বলেন, পত্রিকায় পড়েছি, সরকারের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনসমূহকে এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়েছে। অর্থাৎ এতোদিন অঘোষিতভাবে হলেও এবার সরকার ঘোষণা দিয়েই দলীয় বাহিনীকে বিরোধী দলের আন্দোলন দমনে মাঠে নামাচ্ছে। এর ফলে নিশ্চিতভাবেই সহিংসতা বাড়বে এবং জনগণের জানমালের ক্ষতি বাড়বে। দেশকে গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে ঠেলে দেয়ার এমন সিদ্ধান্ত শুধু হঠকারী নয়- আত্মঘাতিও। তিনি অবিলম্বে এ অন্যায়, অনৈতিক, হঠকারী ও বেআইনি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
Comments
0 Comments
 
Top