GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারী জেনারেল কাদের মোল্লার ফাঁসি অবশেষে কার্যকর করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১০ টা ০১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার এই দণ্ড কার্যকর করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে তার ফাঁসি কার্যকরের পুরো প্রস্তুতি নিয়েছিল কারা কর্তৃপক্ষ। কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রস্তুতি যখন চলছিল তখন আসামিপক্ষের আইনজীবীরা রায় স্থগিত রাখার আবেদন করেন। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত রায় কার্যকর স্থগিত করেন। বুধ ও বৃহস্পতিবার ফাঁসির রায় কার্যকর করার স্থগিতাদেশ এবং রিভিউ আবেদনের গ্রহণযোগ্যতা  প্রশ্নে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও খন্দকার মাহবুব হোসেন শুনানিতে অংশ নেন। অবশেষে রিভিউ আবেদন গতকাল দুপুরে খরিজ করে দেন আদালত। এর পর বিকালে আদেশের কপি কারাগারে পেৌছার পর ফের ফাসির মঞ্চ প্রস্তুত করা হয়। শেষ বারের মতো দেখা করার জন্য তার পরিবারের সদস্যরা গতকাল সন্ধ্যায় কাদের মোল্লার স্ত্রী সন্তানসহ অন্য নিকটাত্বীয়রা কারাগরে দেখা করতে যান। 
ফাঁসি কার্যকরের সময় কারা কর্তৃপক্ষ, ম্যাজিস্ট্রেট, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাঁসি কার্যকর সামনে রেখে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ সারা দেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাতে মোতায়েন করা হয় বিজিবি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top