GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর রাজধানীর বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কের বাসভবন থেকে র‌্যাব-১ এর একটি টিম তাকে বাসভবন থেকে গাড়িতে তুলে নিয়ে যায়। তাকে র‌্যাব-১ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এ সময় এরশাদের গাড়ির সামনে-পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর কমপক্ষে ২০টি গাড়ি ছিল। তবে র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াত জানান, সাবেক এই রাষ্ট্রপতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাওয়ার পথে নিরাপত্তার স্বার্থে র‌্যাবের সদস্যরা তার সঙ্গে গেছেন। এরশাদের অনুরোধেই তার সাথে র‌্যাব সদস্যরা ছিলেন।

এদিকে গ্রেফতারের পর শারীরিকভাবে অসুস্থ বোধ করায় এরশাদকে সিএমএইচে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলে র‌্যাব-১ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে তাকে বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবন থেকে পেছনের দরজা দিয়ে পুলিশ নিয়ে যেতে লাগলে প্রথমে সেখানে উপস্থিত নেতাকর্মীরা ঘিরে ধরে। কিন্তু তাদের বাধা উপেক্ষা করে এরশাদকে নিয়ে যায় র‌্যাব।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতির সঙ্গে একই গাড়িতে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবং নির্বাচনকালীন সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদার এবং মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম।
এ বিষয়ে এরশাদের প্রেস সিচব সুনিল মুভ রায় জাস্ট নিউজকে জানান, বিষয়টি তার জানানেই।

বর্তমানে এরশাদের বাসভবনের সামনে এবং আসপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top