GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা, অসীম দাশ, কক্সবাজার
সাগরদ্বীপ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজার এলাকায় চলছে পল্লী বিদ্যুৎ এর অবৈধ সাইট কানেকশন। এলাকার সচেতন লোকজন জানান কিছু অসাধু লোক মাত্র ১০০ থেকে ২০০ টাকার বিনিময়ে বিভিন্ন দোকানে একেরপর এক সাইটকানেকশন দিয়ে যাচ্ছে।
এলাকার ইজিলোড ব্যবসায়ী রুপন দে জানান “ ট্রান্সফর্মার নষ্ট হওয়ায় গত দুই দিন থেকে বউবাজার এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,তাই একাধিক লোক অন্য জায়গা থেকে সাইট কানেকশন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে”
এদিকে এলাকার সচেতন ব্যক্তিদের ধারণা-লোকজন এভাবে একের পর এক সাইট কানেকশন নিতে থাকলে,ভালো থাকা ট্রান্সফর্মারটিও নষ্ট হয়ে যেতে পারে। তবে এ ব্যাপারে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের বিষয়টি অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।
সরেজমিন পরিদর্শনে মন্দির মার্কেটের সুমি ষ্টুডিও, ন্যশনাল স্টোর, সহ টাইম বাজারের দক্ষিণ পার্শে¦র একাধিক দোকানে বিদ্যুৎ-এর অবৈধ সাইট কানেকশন দেখা যায়। এ-ব্যাপারে পল্লী বিদ্যুৎ- এর মহেশখালী অফিসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন-“ বিদ্যুৎ-এর সাইট কানেকশন দেয়া একটি অবৈধ কাজ, আমরা অনুসন্ধান চালিয়ে এর প্রতিকার মূলক ব্যবস্থা গ্রহণ করব।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top