GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

১) বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ব' দ্বীপ(Delta)।
২) সবচেয়ে বড় শিল পড়েছিলো ২.২ পাউন্ডওজনের, গোপালগন্জে ১৪ এপ্রিল ১৯৮৬সালে। এই ঝড়ে ৯২ জন মারা যায়।
৩) সবচেয়ে বড় মানব বন্ধন ১১ ডিসেম্বর২০০৪ সালে। ৫০ লাখ লোকনিয়ে আওয়ামী লীগ৬৫২ মাইল লম্বা এ মানব বন্ধনকরেছিলো টেকনাফথেকে তেতুলিয়া পর্যন্ত।
৪) বগুড়ার মোহাম্মদ রজব আলী। উনারনাতিনাতনীর সংখ্যা ৫ শতাধিক। ১১৫ বছরবয়সে তিনি মারা যান । গিনেস বুকে তারনামসুপার গ্রান্ড ফাদার
হিসেবে উল্লেখকরা আছে।
৫) জোবেরা রহমান লীনু জাতীয়
টেবিলটেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বারজিতে সবচেয়ে বেশিবারচ্যাম্পি য়ন হিসেবে নাম লিখিয়েছেনগিনেস বুকে!
৬) সবচেয়ে কম বয়সী বিবাহিত
দম্পতি।১৯৮৬ সালে আমিনপুর, পাবনাতে দুপরিবারের দ্বন্দ মেটাতে ১১ মাসের একছেলের সাথে ৩ মাসের একমেয়ের বিয়ে দেয়া হয়!
৭) আর
আজ প্যারেডগ্রাউন্ড ষ্টি হলো মানবপতাকা তৈরিরবিশ্ব
রেকর্ড; অংশ নিল ২৭ হাজার ১১৭জন।
বিশ্বের সবচেয়ে বড় মানবপতাকা তৈরি করে গিনেজ
বুকে নামলেখালো বাংলাদেশ।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top