
আজিজুল হক বিপুল শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারাণ সম্পাদক হাফিজুর রহমান হিরু বলেছেন, শেখ সহাসিনার পতন না হওয়া পর্যন্ত যুবদল রাজপথ ছাড়ছে না। শেখ হাসিনার সরকার গণ দাবীকে উপেক্ষা করে প্রহসনের নির্বাচন করতে চায়। যে কোন মূল্যে জনগণকে নিয়ে যুবদল রাজপথে থেকে এক দলীয় নির্বাচন প্রতিহত করবে। ১৮ দলের অবরোধ চলাকালে গতকাল মহাস্থান বন্দরে এক বিক্ষোভ মিছিল শেষে বন্দর যুবদলের সভাপতি আজিজুল হক-এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুবদল নেতা আজিজার রহমান, গোলাম রব্বানী পুটু, আব্দুল লতিফ, আরিফুল ইসলাম আজাদ, বন্দর সা:সম্পাদক সাবলু, মহিউদ্দিন দুলু, রবিউল, রিপন, শহিদুল, লিটন, মামুন, রবি, আসলাম, শান্ত, বাইজিদ, তুষার, সুজন, এনামুল, ইব্রাহীম, এমদাদুল হক, শিবগঞ্জ থানা ছাত্রদল নেতা ইমরান সরদার, সম্পদ, ইমরান হোসেন, শামীম, বিপ্লব, জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন পরিষদ শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি খোকন প্রধান, সহ সভাপতি আব্দুল আল মাসুম, , সহসাধারণ সম্পাদক, কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভ, ওবাইদুল, মেরাজুল, সুমন প্রমুখ।