GuidePedia
সর্বশেষ খবরঃ
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

নিয়াজ মোর্শেদ, খুলনা প্রতিনিধিঃ  যশোরের বসুন্দিয়া মোড়, রুপদিয়া, চেঙ্গুটিয়া, ও নওয়াপাড়ায় অবরোধের পক্ষে মিছিল ও ভাংচুর এর ঘটনা প্রতিনিয়ত ঘোটছে। ছোট ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও চলছে না কোন ধরনের যানবহন। ছোট গাড়ি যেমন মোটর সাইকেল ইঞ্জিন চালিত ভ্যান ইত্যাদি যানবহন ভাংচুর করছে অবরোধ কারিরা।

এতে করে বিপাকে পরেছে সাধারণ জনগণ। বিপদে এক জায়গা থেকে যেতে পারছে না অন্য জায়গায়, জীবনের ঝুকি নিয়ে বাড়ি থেকে বের হতে হচ্ছে সাধারণ মানুষকে।

অবরোধের জের ধরে বসুন্দিয়া মোড়ে সন্ধ্যার পর ছিন্তায়ের ঘটনা ঘোটতে দেখা যাচ্ছে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে এলাকাবাসী ধারনা করছে যে অবরোধকারীরাই এই ঘটনা গুলো ঘটাচ্ছে,
রেল লাইন এর পাশে মোতায়ন করা হয়েছে আনছার বাহিনী, ফলে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।
Comments
0 Comments
 
Top