GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, বহুল আলোচিত মুনীর, এরশাদ শিকদারকে যে জল্লাদের হাতে ফাঁসি কাষ্ঠে ঝোলানো হয়েছিল তার হাতেই এবার ফাঁসি হলো কাদের মোল্লার। আলোচিত এ জল্লাদের নাম শাজাহান। কারা সূত্র জানায়, অলোচিত জল্লাদ হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। দেশের ৬৮টি কারাগারে ফাঁসি কার্যকরের জন্য ২০-৩০ জন কয়েদি জল্লাদ হিসেবে দায়িত্ব পালন করে থাকে। এদের প্রত্যেকেই খুনের দায়ে যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত। একটি ফাঁসির কাজে অংশ নিতে পারলে দুই মাসের কারাদণ্ড মওকুফ হওয়ার সুযোগ নিতে তারা এ কাজে অংশ গ্রহণ করে।
জল্লাদদের মধ্যে শাজাহান ও কালু সব চেয়ে আলোচিত। তারা দুই জন রিমা হত্যা মামলার আসামি মুনীরের ফাঁসি কার্যকর করেছিল। ২০০৭ সালে জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইকে ফাসিতে ঝোলানোর জন্য শাজাহানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ময়মনসিংহ কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। এ ছাড়া ২০১০ সালে ২৭ জানুয়ারি বঙ্গবন্ধুর ৫ খুনীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। ওই সময় শাহাজান ছিলেন কাশিমপুর কারাগারে। বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি দেওয়ার জন্য নির্ধারিত তারিখের দুই দিন আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছিল।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top