GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


চেতনা বার্তা ডেস্কঃ ২৪ ডিসেম্বর শাপলা চত্বরের মহাসমাবেশে বাধা দিলে ঐদিন সারাদেশে সমাবেশের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছে হেফাজতে ইসলাম। রবিবার সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা দায়িত্বশীলগণ এক যুক্ত বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। একি সাথে ‘ঢাকায় হেফাজতে ইসলামের সম্মেলন করতে দেয়া হবে না’ বলে আইন প্রতিমন্ত্রী কামরুল ও স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকুর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানান নেতারা।

সমাবেশ রাজনৈতিক নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, শাপলা চত্বরের মহাসমাবেশ কোনো রাজনৈতিক সমাবেশ নয়; এই সমাবেশে বাধা এলে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা গর্জে উঠবে। আমরা আশা করি সরকার পায়ে পাড়া দিয়ে নবীপ্রেমিক জনতার সাথে ঝগড়া বাঁধানের মতো বোকামী করবে না।

মসজিদের শহর রাজধানী ঢাকা কারো পৈত্রিক সম্পত্তি নয় উল্লেখ করে হেফাজত নেতৃবৃন্দ আইন প্রতিমন্ত্রী কামরুল ও স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকুর দেয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুসলমানের ঈমান। সম্প্রতি সরকার নানা অজুহাত ও ছলছুতো দেখিয়ে দেশের বিভিন্ন স্থানে তাফসীরুল কুরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন প্রভৃতি ধর্মীয় কর্মসূচিতে বাধা দিয়ে প্রকারান্তরে কুরআন-হাদিসের চর্চা বন্ধ করতে চায়, যারা ইসলামের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হতে চায় এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাদের বিরুদ্ধে গোটা দেশে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।

প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, আপনারা এদেশের সন্তান, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান। আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) শানে যারা বেয়াদবি করে এবং তাদের  যারা প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মু’মিন হিসেবে আপনাদেরও নৈতিক দায়িত্ব। হেফাজতে ইসলাম সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের বাধার সম্মুখীন হচ্ছে। যা কখনো কাম্য নয়।

এতে বলা হয়, আপনাদের মনে রাখতে হবে, বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর ট্যাক্সের অর্থে রাষ্ট্রের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ জীবিকা নির্বাহ করেন। আপনাদের ভূমিকা যদি আল্লাহ ও রাসূলের দুশমনদের পক্ষে যায় তাহলে এর জন্য দুনিয়া ও আখিরাতে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। যারা নিজের হাতে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য আল্লাহ ও রাসূলের শত্রুদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, তাদের লালন-পালন করে গদি রক্ষার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে, নাস্তিক-মুরতাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না- তাদের সমর্থন করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়।

এদিকে, ২৪ ডিসেম্বর শাপলা চত্বরের মহাসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার প্রতি আহবান জানিয়েছে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।

বিবৃতিদারা হলেন, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ্‌ মুহিব্বুলাহ্‌ বাবুনগরী, শায়খুল হাদিস আলামা নূর হোসাইন কাসেমী ঢাকা, আমীরে শরীয়ত মাওলানা শাহ্‌ আহমদুল্লাহ্‌ আশরাফ ঢাকা, আল্লামা হাফেজ শামসুল আলম মুহাদ্দিস দারুল উলূম হাটহাজারী, শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমদুলাহ, আল্লামা মুফতি মুজাফফর আহমদ পটিয়া, শায়খুল হাদিস আলামা তাফাজ্জুল হক হবিগঞ্জ, মাওলানা আবদুল মালেক হালিম হাইলধর, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী মোমেনশাহী, মাওলানা মোবারকুল্লাহ প্রিন্সিপাল জামিয়া ইউনুসিয়া বি.বাড়িয়া, মাওলানা জুনাইদ আল হাবিব ঢাকা, মাওলানা মুহিবুল হক গাছবাড়ি সিলেট, শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ ইদরিস নাজিরহাট, শায়খুল হাদিস মাওলানা সাজেদুর রহমান বি.বাড়িয়া, শায়খুল হাদিস মাওলানা খালেদ সাইফুলাহ সাদী মোমেনশাহী, শায়খুল হাদিস মাওলানা নুরুল হক বটগ্রাম মাদরাসা কুমিল্লা, শায়খুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুস ফরিদাবাদ, মাওলানা মাহফুজুল হক জামিয়া রহমানিয়া ঢাকা, মাওলানা মনজুরুল ইসলাম ইসলামবাগ মাদরাসা, মাওলানা আবুল হাসনাত আমিনী লালবাগ, মাওলানা আবু জাফর সাভার, মাওলানা তাজুল ইসলাম পীর সাহেব ফিরোজশাহ্‌,? মাওলানা মোশতাক আহমদ প্রিন্সিপাল দারুল উলূম খুলনা, মাওলানা ওবাইদুর রহমান মাহবুব প্রিন্সিপাল জামিয়া মাহমুদিয়া বরিশাল, শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ ইয়াকুব বগুড়া, শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল হাসান রংপুর, মুফতি মাসুদুল করিম গাজীপুর, মাওলানা মুফতি সাঈদ নূর মানিকগঞ্জ, মাওলানা আবদুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা ইসমাইল নূরপুরী নরসিংদী, মাওলানা আবুল কাসেম ফেনী প্রমুখ।
Comments
0 Comments
 
Top