চেতনা বার্তা ডেস্কঃ আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে
পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র ভূমিষ্ট হয়। বাংলাদেশের
এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত
যুদ্ধ করেছে এ দেশের দামাল ছেলেরা। এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের
জন্য যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা
বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ। মাতৃভুমির কপালে বিজয়ের লাল টিপ পড়াতে লাখো
শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, হাজারো মা বোন সম্ভ্রম
হারিয়েছেন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের যারা তাদের বুকের
তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা।
এদিকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে সাজসাজ রব বিরাজ করছে নবীনগর এলাকায়। আলোকসজ্জায় আলোকিত হয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ এলাকায়।
মহান বিজয় দিবসের ১৬ ডিসেম্বর ভোরে প্রথমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ
এডভোকেট, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা
জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন, বিশিষ্ট
ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান স্বাধীনতায়
আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।