GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বিশেষ উপদেষ্টা ও তার মুখপাত্র ববি হাজ্জাজকে আটক করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে তার পরিবার।
আজ রোববার সকালে র‌্যাব এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে ববি হাজ্জাজকে আজ সকালে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার তাঁর পরিবারের একটি সূত্র জানায়, হাজ্জাজকে র‌্যাব কার‌্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে র‌্যাব এর পক্ষ থেকে তখন এই বিষয়টি কেউ নিশ্চিত করেননি।
ববি হাজ্জাজ জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের প্রধান এবং এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এইচ এম এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়ার পর গত শুক্রবার এক বিবৃতিতে ববি বলেছিলেন, এরশাদ তাঁকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। শনিবারও মুখপাত্র হিসেবে সংবাদ সম্মেলনে এরশাদের নির্বাচনে অংশ না নেওয়া এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন তিনি।
পরিবার সূত্র জানায়, শনিবার বিকেলে র‌্যাব-১ এর কার্যালয় থেকে ববি হাজ্জাজকে দেখা করতে বলা হয়। এরপর তিনি বিকেল ৫টায় এরশাদের পক্ষে সংবাদ সম্মেলন করেন।

আটকের আশঙ্কা জানিয় তারা বলেন, পরে আবারো হাজ্জাজকে ডেকে পাঠানো হলে তিনি সেখানে যান। এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অবশ্য, র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াৎ জানান, ‘ববি হাজ্জাজ র‌্যাব কার্যালয়ে আছেন কিনা, খোঁজ নিয়ে জানাতে হবে।’
Comments
0 Comments
 
Top