চেতনা বার্তা ডেস্কঃ একতরফা নির্বাচনে মানুষের বদলে কুকুর ভোট দিতে গিয়েছিল বলে মন্তব্য করেছেন
কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি এটাকে
জাতির জন্য খুবই লজ্জাকর হিসেবে অভিহিত করেছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গনভবনে সংবাদ সম্মেলন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, জাতির সাথে আপনি নির্বোধের মত হাস্যকর তামাসা করেছেন। যা আপনাকে মোটেই মানায় নি।
অল্প সংখ্যক ভোটারের ভোটে নির্বাচিত হয়ে আনন্দে উৎফুল্ল হওয়ার কিছু নাই মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, একতরফা সাজানো এই নির্বাচনের মধ্য দিয়ে মূলত আপনার পায়ের নিচের পাটাতন সরে গেছে।
অবিলম্বে ২৪ জানুয়ারির মধ্যে আবার সব দলের অংশগ্রহণে নির্বাচন দেয়ারও আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সব ধরণের রাজনৈতিক কর্মকা- পরিচালনার সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের উচিত বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ না করে তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দেয়া।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিকল্পধারা বাংলাদেশ (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এবং বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান। সুত্রঃ জাস্ট নিউজ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গনভবনে সংবাদ সম্মেলন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, জাতির সাথে আপনি নির্বোধের মত হাস্যকর তামাসা করেছেন। যা আপনাকে মোটেই মানায় নি।
অল্প সংখ্যক ভোটারের ভোটে নির্বাচিত হয়ে আনন্দে উৎফুল্ল হওয়ার কিছু নাই মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, একতরফা সাজানো এই নির্বাচনের মধ্য দিয়ে মূলত আপনার পায়ের নিচের পাটাতন সরে গেছে।
অবিলম্বে ২৪ জানুয়ারির মধ্যে আবার সব দলের অংশগ্রহণে নির্বাচন দেয়ারও আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সব ধরণের রাজনৈতিক কর্মকা- পরিচালনার সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের উচিত বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ না করে তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দেয়া।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিকল্পধারা বাংলাদেশ (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এবং বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান। সুত্রঃ জাস্ট নিউজ।