১ম দিনের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ নাফিজুর রহমান, ২য় দিনে সভাপতিত্ব করেন আব্দুস ছাত্তার খান। ১মদিনে কোরআন ও হাদিস থেকে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন আলহাজ্ব মাওঃ ক্বারী গোলাম মোস্তাফা সিরাজী, ঢাকা। ২য় দিনে তাফশীর পেশ করেন মাওঃ বজলুর রশিদ মিয়া, কাহালু,বগুড়া। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুর রশিদ ফারুকী, বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হুদা জুয়েল, ইমদাদুল হক ইমদাদ, আলহাজ্ব আবু জাফর ঠান্ডা, আব্দুল ওয়াহেদ, আতাউর রহমান, কাফির উদ্দীন, মনজুরূল হক, মিটু মিয়া, তাজুল ইসলাম, ছমির উদ্দীন প্রমুখ।
বগুড়া সদরের তেলীহারায় ২দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
১ম দিনের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ নাফিজুর রহমান, ২য় দিনে সভাপতিত্ব করেন আব্দুস ছাত্তার খান। ১মদিনে কোরআন ও হাদিস থেকে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন আলহাজ্ব মাওঃ ক্বারী গোলাম মোস্তাফা সিরাজী, ঢাকা। ২য় দিনে তাফশীর পেশ করেন মাওঃ বজলুর রশিদ মিয়া, কাহালু,বগুড়া। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুর রশিদ ফারুকী, বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হুদা জুয়েল, ইমদাদুল হক ইমদাদ, আলহাজ্ব আবু জাফর ঠান্ডা, আব্দুল ওয়াহেদ, আতাউর রহমান, কাফির উদ্দীন, মনজুরূল হক, মিটু মিয়া, তাজুল ইসলাম, ছমির উদ্দীন প্রমুখ।