জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, যে রায় দেওয়া
হয়েছে তা অন্যায়ভাবে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমার প্রতিক্রিয়া আমার
আইনজীবী দেবেন। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
বৃহস্পতিবার চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদন্ডাদেশ পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বরেন।
অস্ত্র চোরাচালান মামলায় মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অস্ত্র আটক মামলার দুটি ধারায় এই ১৪ জনকে যাবজ্জীবন ও সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
বৃহস্পতিবার চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদন্ডাদেশ পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বরেন।
অস্ত্র চোরাচালান মামলায় মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অস্ত্র আটক মামলার দুটি ধারায় এই ১৪ জনকে যাবজ্জীবন ও সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।