বলা যায় প্রায় ১০ বছর পর আবার অভিনয় করবেন ডিপজল। তিনি নায়ক, খলনায়ক দুই
ধরণের চরিত্রেই অভিনয় করেছেন। তবে খলনায়ক হিসেবেই তাকে দর্শক বেশী চেনে।
এবার সেই খোলসেই আসছেন ডিপজল। ‘লাট্টু কসাই’ চলচ্চিত্রের মাধ্যমে মার্চে
দর্শকদের সামনে আসবেন ডিপজল । ২০০৪ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে
নায়ক হিসেবে আত্মপ্রকাশ করার পর ডিপজলকে আর ভিলেন হিসেবে দেখা যায়নি।
পিএ কাজল পরিচালিত এ ছবিটি ‘লাট ভাই’ নামে নির্মাণ হয়েছিল। ছবির নায়ক-নায়িকা ফেরদৌস ও শাহনূর। ডিপজল অভিনয় করেছেন নাম ভূমিকায় ‘লাট ভাই’ চরিত্রে, যিনি এখন ‘লাট্টু কসাই’ হিসেবে পর্দায় আসবেন ছবির নাম পরিবর্তনের কারণে।
চলচ্চিত্রে ডিপজলের আত্মপ্রকাশ ঘটেছিল নায়ক হিসেবে। প্রথম ছবি ‘টাকার পাহাড়’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে তার নায়িকা ছিলেন মিষ্টি। এরপর তিনি আবিদ হাসান বাদল পরিচালিত হাবিলদার ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তারপর দীর্ঘ বিরতি।
নব্বই দশকের শেষের দিকে ডিপজল কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ ছবির মাধ্যমে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করেন। তখন ডিপজল মানেই ছবি হিট। টানা কয়েক বছর খলনায়ক চরিত্রে অভিনয় করেন তিনি।
পিএ কাজল পরিচালিত এ ছবিটি ‘লাট ভাই’ নামে নির্মাণ হয়েছিল। ছবির নায়ক-নায়িকা ফেরদৌস ও শাহনূর। ডিপজল অভিনয় করেছেন নাম ভূমিকায় ‘লাট ভাই’ চরিত্রে, যিনি এখন ‘লাট্টু কসাই’ হিসেবে পর্দায় আসবেন ছবির নাম পরিবর্তনের কারণে।
চলচ্চিত্রে ডিপজলের আত্মপ্রকাশ ঘটেছিল নায়ক হিসেবে। প্রথম ছবি ‘টাকার পাহাড়’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে তার নায়িকা ছিলেন মিষ্টি। এরপর তিনি আবিদ হাসান বাদল পরিচালিত হাবিলদার ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তারপর দীর্ঘ বিরতি।
নব্বই দশকের শেষের দিকে ডিপজল কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ ছবির মাধ্যমে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করেন। তখন ডিপজল মানেই ছবি হিট। টানা কয়েক বছর খলনায়ক চরিত্রে অভিনয় করেন তিনি।