GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

(রেডিও তেহরান): জেনেভা-২ আলোচনায় অংশগ্রহণকারী সিরিয় প্রতিনিধিদলের সঙ্গে গোপন আলোচনার খবর নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, এ ধরনের যে খবর পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন।

বুধবার কাতারের আল-জাযিরা নিউজ চ্যানেল দাবি করে, সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ইরান, সিরিয়ার সরকার ও বিরোধীদের প্রতিনিধিদলের মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আল-জাযিরার বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোতেও এ খবর প্রচারিত হয়।

সুইজারল্যান্ডেরই জেনেভা শহরে গত প্রায় এক সপ্তাহ ধরে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এ সম্মেলন থেকে কোনো ফল বেরিয়ে আসার সম্ভাবনা নেই বলে বুধবার জানিয়েছেন জাতিসংঘ ও আরব লীগের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমি। জেনেভা-২ নামে খ্যাত এ সম্মেলন শুরুর আগে ইরানকে আমন্ত্রণ জানিয়েও আবার তা প্রত্যাহার করে নেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
Comments
0 Comments
 
Top