এদিকে, টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, বলিউড পাড়ার হালের গুঞ্জন যদি সত্যি হয়, তবে কি নতুন মনের মানুষ খুঁজে পেয়েছেন ক্যাটরিনা? তবে ক্যাটরিনার সেই মনের মানুষ হতে পারেন হৃতিক রোশন।
গত বছরের ডিসেম্বর মাস থেকেই ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সমস্যার মধ্যদিয়ে যাচ্ছেন ‘কৃশ’ খ্যাত হৃতিক। স্ত্রী সুজানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতিও ঘটেছে তার। অনেকেই ধারণা করেন, ক্যাটরিনার সঙ্গে হৃতিকের ঘনিষ্ঠতা আর সুজানের সঙ্গে অর্জুন রামপালের ঘনিষ্ঠতার কারণে ভেঙেছে এ জুটির সংসার।
তবে বলিউডপাড়ায় জোর গুঞ্জন, পর্দার পাশাপাশি বাস্তব জীবনে হৃতিকের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতা মোটেও মেনে নিতে পারছিলেন না সুজান। ‘ব্যাং ব্যাং’ ছবির সেটে ক্যাটরিনার সঙ্গে হৃতিকের উপস্থিতি নিয়ে হৃতিক-সুজানের মধ্যে শুরু হয়েছিল বাগবিতণ্ডা। জিন্দেগি না মিলেগি দোবারা ছবির পর থেকেই হৃতিকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন ক্যাটরিনা। তবে এ দুজনের গভীর সম্পর্কের বিষয়টি প্রকাশিত হয়েছে হৃতিকের ঘর ভাঙা আর রণবীরের সঙ্গে ক্যাটরিনার দূরত্ব তৈরির পর। এখন দেখা যাক- কোথাকার পানি কোথায় গিয়ে পড়ে!