GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল রবিবার বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বোর্ডের বাজার ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শেখেরকোলা ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলুর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডার পাইকাড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও সদর উপজেলা যুবলীগের সভাপতি নামুজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিয়মিত খেলাধূলা যুবকদেরকে নেশাগ্রস্থ থেকে দূরে রাখতে সহায়তা করে। দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য একজন মেধাবী ছাত্র ও খেলোয়াড় অগ্রণি ভূমিকা পালন করে থাকে। ভালো খেলোয়াড় তৈরীতে এধরনের প্রতিযোগীতা মূলক টূর্ণামেন্টের গুরুত্ব অনস্বীকার্য বলে তিনি মনে করেন। টূর্ণামেন্টের আয়োজনের জন্য বোর্ডের বাজার ক্রিকেট ক্লাবকে ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। বোর্ডের বাজার পল্লী উন্নয়ন সংস্থার সৌজন্যে আয়োজিত উক্ত ফাইনাল খেলায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ফিট, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক কামরুল হাসান ডালিম, সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও হাজী ময়েজ উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাকসুদুল আলম সুজন পাইকাড়, ইউপি সদস্য আশরাফুল আলম রবিন, আব্দুল লতিফ, সুফিয়া আক্তার জিন্নাহ, শেখেরকোলা ইউপি’র সচিব আজমল হোসেন দুলাল, ডাঃ সাইফুল আলম মাসুম, জহুরুল ইসলাম পাইকাড়, বোর্ডের বাজার ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান রুবেল, হাফিজার রহমান হাফি, বিবিজেএসএস ম্যানেজার রেজাউল করিম, বিপিইউএস ম্যানেজার আব্দুল জলিল প্রমুখ। খেলায় নুরুইল পশ্চিম পাড়া ক্রিকেট ক্লাব ১৯ রানে নুরুইল দক্ষিণপাড়া ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ীদলের খেলোয়াড় সাকিল। বিজয়ী দলকে প্রধান অতিথি বোর্ডের বাজার পল্লী উন্নয়ন সংস্থার সৌজনে খেলার যাবতীয় সামগ্রী উপহার দেন।
Comments
0 Comments
 
Top