GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তাঃ প্রতিবন্ধী সনাক্তকরন জরিপ কর্মসুচির-১৩ এর আওতায় গতকাল সকালে মানিকচক স্কুল মাঠে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের প্রতিবন্ধীদের সনাক্তকরন ও ডাক্তারী পরিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের ধরন ও মাত্রা নিরুপনের উদ্বোধন করেন বগুড়া শহর সমাজসেবা অফিসার কামরুল হাসান সরকার। তিনি জানান, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডাক্তারী পরিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের ধরন সনাক্ত ও মাত্রা নিরুপন করে ডাটা বেইজের মাধ্যমে ছবিসহ আইডি কার্ড প্রদান করা হবে। ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্য়ালয়ের তথ্যসংগ্রহকারী বেগম রোকসানা তাজমেরিন, সমাজসেবক এসএম আইয়ুর আলী, আব্দুল গোফ্ফার, শামীম, জহুরুল ইসলা, জীবনের আলো সংস্থার নির্বাহী পরিচালক জান্নাতুল ফেরদৌস প্রমুখ। ডাক্তারী পরিক্ষা সম্পর্ন করেন বগুড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. সাবিনা জেসমিন।
Comments
0 Comments
 
Top