এম,এস,আকাশ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার শিবগঞ্জের রায়নগর ইউনিয়নে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী আরজুমান।
জানাগেছে,বগুড়া শিবগঞ্জের রায়নগর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে এসপিজি সভাপতি ও রায়নগর ইউপ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ও সদস্য গণ অভিরাম চেষ্টা করে চলেছে।গতকাল বৃহস্পতিবার রায়নগর ইউনিয়নের দহপাড়া গ্রামের আজমল হোসেন তার কন্যা স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরজুমান আক্তারকে (১৩)বগুড়া সদরের ঝোপগাড়ী গ্রামের জনৈক বাপ্পি হাসান (১৮)এর সাথে বিবাহ দিন ঠিক করে বিবাহ দেওয়ার প্র¯ুÍতি সর্ম্পুণ করে এ সংবাদ রায়নগর ইউনিয়নের এসপিজি সোসাল ওয়ার্কার শারমিন আক্তার জানতে পেরে ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ও প্লান বাংলাদেশের শিবগঞ্জ থানার দায়িত ¡প্রাপ্ত অফিসার সাদেকা বেগম,সাংবাদিক সাইদুর রহমান সাজু,শিবগঞ্জ থানার এস,আই,মুকুল চন্দ্র বর্মন,কনষ্টেবল ফারুক হোসেন,মাষ্টার আমিনুর রহমান, ডাঃ নজরুল ইসলাম,সাফিনুর রহমান,বিবাহস্থলে পৌছে বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারনা দিয়ে বর ও কনের পরিবারকে এ বিবাহ না দেওয়ার জন্য পরামর্শ দিলে তারা উভয় পরিবার রাজি হয়ে বাল্য বিাবহ বন্ধ করে,বর যাত্রী নিয়ে বাড়ীর দিকে রওনা দেয়।এ ঘটনায় এলাকাবাসি,এসপিজি সদস্য দের কে ধন্যবাদ জানান এবং প্ল্যান বাংলাদেশের এধরনের কাজ অব্যাহত রাখার জন্য এসপিজি সদস্যদের আরও সহযোগীতা করার জন্য আহবান জানান।
জানাগেছে,বগুড়া শিবগঞ্জের রায়নগর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে এসপিজি সভাপতি ও রায়নগর ইউপ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ও সদস্য গণ অভিরাম চেষ্টা করে চলেছে।গতকাল বৃহস্পতিবার রায়নগর ইউনিয়নের দহপাড়া গ্রামের আজমল হোসেন তার কন্যা স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরজুমান আক্তারকে (১৩)বগুড়া সদরের ঝোপগাড়ী গ্রামের জনৈক বাপ্পি হাসান (১৮)এর সাথে বিবাহ দিন ঠিক করে বিবাহ দেওয়ার প্র¯ুÍতি সর্ম্পুণ করে এ সংবাদ রায়নগর ইউনিয়নের এসপিজি সোসাল ওয়ার্কার শারমিন আক্তার জানতে পেরে ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ও প্লান বাংলাদেশের শিবগঞ্জ থানার দায়িত ¡প্রাপ্ত অফিসার সাদেকা বেগম,সাংবাদিক সাইদুর রহমান সাজু,শিবগঞ্জ থানার এস,আই,মুকুল চন্দ্র বর্মন,কনষ্টেবল ফারুক হোসেন,মাষ্টার আমিনুর রহমান, ডাঃ নজরুল ইসলাম,সাফিনুর রহমান,বিবাহস্থলে পৌছে বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারনা দিয়ে বর ও কনের পরিবারকে এ বিবাহ না দেওয়ার জন্য পরামর্শ দিলে তারা উভয় পরিবার রাজি হয়ে বাল্য বিাবহ বন্ধ করে,বর যাত্রী নিয়ে বাড়ীর দিকে রওনা দেয়।এ ঘটনায় এলাকাবাসি,এসপিজি সদস্য দের কে ধন্যবাদ জানান এবং প্ল্যান বাংলাদেশের এধরনের কাজ অব্যাহত রাখার জন্য এসপিজি সদস্যদের আরও সহযোগীতা করার জন্য আহবান জানান।