
এসআই শফিক (চেতনা বার্তা ডট কম)ঃ আল্লার ঘর মসজিদ নির্মানে সমাজের সকল মুসলমানের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। গতকাল শুক্রবার দুপুরে বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চকমিঠন পশ্চিমপাড়া বহুতল জামে মসজিদের ভিাত্ত প্রস্তর স্থাপন কালে কথাগুলো বলেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। এসময় উপস্থিত ছিলেন সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, দেওয়ান চেয়ারম্যান, ক্বারী আব্দুল জলিল, ইসমাইল হোসেন, নুর হোসেন, ফজলুল বারী, হামিদুর রহমান, মনির, আমজাদ প্রমুখ। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।