GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

স্টাফ রিপোর্টার  (চেতনা বার্তা ডট কম)ঃ সমাজের অবক্ষয়রোধে খেলাধুলা করা প্রযোজন। গ্রাম পর্যায়ে এধরনের বড় খেলার মাধ্যমে অনেক ভাল খেলোয়াড় বেরিয়ে আসবে এবং আগামীতে জাতীয় দলে খেলবে। গতকাল শুক্রবার সকালে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের শশীবদনী স্কুল মাঠে এসটিআর ফাউন্ডেশন (আইপিল) এর উদ্যোগে ক্রীকেট খেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম বাদশা। এসটিআর ফাউন্ডেশনের পরিচালক আবু বক্করের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের খবরের সম্পাদক আব্দুল মোত্তালেব মানিক, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক রিয়াজ চন্দ্র সরকার, জেলা ক্রীড়া অফিসার নূরুল ইসলাম কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ। খেলায় উপজেলার ১৬টি দল অংশগ্রহন করছে। উক্ত খেলায় দৈনিক বগুড়া মিডিয়া পাটনার শিপ হিসেবে সহযোগিতা করছেন। প্রথম খেলায় নুনগোলা ক্রীকেট ক্লাবকে হারিয়ে নওদাপাড়া ক্রীকেট ক্লাব জয়ী হয়।
Comments
0 Comments
 
Top