মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থানে চাকুর আঘাতে এক আলু ব্যবসায়ীর ১৯ হাজার টাকা ছিনতাই হয়েছে।
জানাগেছে গত শুক্রবার রাত অনুমান ১১.৩০ মিনিটে শিবগঞ্জের আছলাই গ্রামের নজিম উদ্দিনের পুত্র আলু ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায়, মহাস্থান হাট থেকে সিএনজি যোগে শিবগঞ্জ যাওয়ার পথে শীলা দেবীর ঘাট সংলগ্ন ৮/১০ ছিনতাই কারী সিএনজি আটকিয়ে,সিএনজি থাকা যাত্রীবেশী ২ জন্য ছিনতাই কারী ধারালো চাকু দ্বারা,তার বাম হাতে আঘাত করে তার কাছে থাকা ১৯ হাজার টাকা ছিনতাই করে পালিয়া যায়। রাস্তায় হাইওয়ে পুলিশ টহল থাকলেও প্রতিনিয়ত এ রকম ঘটনা অহরহ ঘটছে।রাস্তায় পুলিশ টহল জোরদার করার জন্য এলাকা বাসীরা প্রশাসনের প্রতি দৃষ্টি কামনা করছেন ।
জানাগেছে গত শুক্রবার রাত অনুমান ১১.৩০ মিনিটে শিবগঞ্জের আছলাই গ্রামের নজিম উদ্দিনের পুত্র আলু ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায়, মহাস্থান হাট থেকে সিএনজি যোগে শিবগঞ্জ যাওয়ার পথে শীলা দেবীর ঘাট সংলগ্ন ৮/১০ ছিনতাই কারী সিএনজি আটকিয়ে,সিএনজি থাকা যাত্রীবেশী ২ জন্য ছিনতাই কারী ধারালো চাকু দ্বারা,তার বাম হাতে আঘাত করে তার কাছে থাকা ১৯ হাজার টাকা ছিনতাই করে পালিয়া যায়। রাস্তায় হাইওয়ে পুলিশ টহল থাকলেও প্রতিনিয়ত এ রকম ঘটনা অহরহ ঘটছে।রাস্তায় পুলিশ টহল জোরদার করার জন্য এলাকা বাসীরা প্রশাসনের প্রতি দৃষ্টি কামনা করছেন ।