GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ কৃষি প্রধান বাংলাদেশ। এদেশের বেশির ভাগ মানুষ কৃষির উপর নির্ভর করলেও বর্তমান কৃষকেরা হুমকির মুখে।
কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কৃষকের হায় হায় অবস্থা। মাথায় হাত দিয়ে একজন কৃষক যা বলল হামরা করম কি একন, জমিত যা খরচ করচি তা উটপি কেমনে। ওষুধ সারের টেকা দেমু ক্যামনে।  কৃষক্ষেত্রে এমন অবস্থা হলে কৃষকেরা জমিতে ফসল ফলাতে হিমসিম খাবে। কোল্ড ষ্টোর গুলোতেও রাখা আলু তুলতে যাচ্ছে না কৃষকেরা। ফলে কোল্ড ষ্টোর মালিকেরা মাইক দিয়ে প্রচার করে ৪০ টাকা বস্তা দরে বিক্রি করছে আলু। নতুন আলুর দাম কম থাকায় কোল্ড ষ্টোরের পুরাতন আলু সস্তা দামেও বিক্রি হচ্ছে না। বিপাকে পড়েছে কোল্ড ষ্টোর মালিকেরাও। উত্তর  বঙ্গ তথা বগুড়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুর হাট, গাইবান্ধা অঞ্চলকে বলা হয় শস্য ভান্ডার। এখান থেকে কৃষি পণ্য দক্ষিণ অঞ্চলে গিয়ে খাদ্য ঘাটতি মেটায়। এভাবে কৃষকরা মারমুখী হলে চাষাবাদ না করলে দেশে আরোও খাদ্য ঘাটতি দেখা দিবে। এমন অবস্থায় কৃষকদের ভাস্য তাদের ন্যায্য মূল্য যেন ফিরে পায় তা না হলে তারা যাবে কোথায়। 
Comments
0 Comments
 
Top