
গতকাল শুক্রবার বগুড়া শিবগঞ্জের গড় মহাস্থান এলাকাবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোশারফ হোসেনের সভাপতিত্বে গণ সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, মহাস্থান গড় এলাকা সহ শিবগঞ্জ উপজেলার উন্নয়নে তিনি সতেষ্ট থাকবেন এবং আরোও বলেন আমার নির্বাচিত এলাকায় সকল প্রকার অন্যায় অবিচার, মদ-গাঁজা-জুয়া ইত্যাদি কঠোর হস্তে দমন করা হবে। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জাপির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদত রিজু, সমাজ সেবক আজমল হোসেন, বেলায়েত হোসেন বাবলু, মোশারফ হোসেন, আলাউদ্দিন, বেলাল হোসেন, শাহিনুর ইসলাম, যুব সংহতি নেতা সানাউল হক সানা ও জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।