
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস মার্কায় ভোট চেয়ে গতকাল শুক্রবার সকালে রায়নগরের সুদামপুর গ্রামে গণসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান মতিন। এ সময় উপস্থিত ছিলেন থানা যুবদল নেতা লুৎফর রহমান, ছাত্রদল নেতা হারুন অর রশিদ হারুন, আদর্শ বাস্তবায়ন পরিষদ নেতা খোকন প্রধানসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ। মতিয়ার রহমান মতিন দিনব্যাপী সারা উপজেলা গণসংযোগ করে সর্ব সাধারনের কাছে আনারস মার্কায় ভোট চেয়ে শিবগঞ্জের উন্নয়েনে তাকে নির্বাচিত করার আহবান জানান।