স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরে গোকুল পালাশ বাড়ী বিএডিসি পরিচালিত আজিজার রহমানে গভীর নলকুপ পরিদর্শন করের উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ ফজলে ইলাহি সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিন উদ্ধর্তন উপ সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ,উপসহকারী কৃষি কর্মকর্তা লেয়াকত আলী,গভীর নলকুপ ম্যানেজার আজিজার রহমান জানান,১৯৭৫ ইং সাল থেকে গভীর নলকুপ থেকে পরিচালিত হয়ে আসছে,একই গ্রামের আজিজার রহমান ধলু সহ একটি মহল তার প্রতিদন্দি হিসাবে তার পাশেই সেচ কমিটির সরকারী নিতিমালা তোয়াক্কা না করে ১০” হাউজিং স্থাপন করে বিদুৎ এর সংযোগের অনুমতি না পেলেও তাদের নলকুপটি চালু করার পায়তারা করছে এ কারনে তিনি বাদী হয়ে আজিজার রহমান ধলু,পিতা মৃত্যু হাফিজ উদ্দিন,বজলার রহমান,পিতা আব্দুল আজিজ মোল্লা,মোজাহার হোসেন মোল্লা,পিতা আব্দুল আজিজ ও মাছুম বিল্লাহকে সকলের সাং পালাশ বাড়ী দক্ষিণ পাড়া গোকুল বগুড়াকে বিবাদী করে গত ২৬-১০-১৪ ইং বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করে যার নং ২৩৩।
সদরের গোকুল পলাশ বাড়ী বিএডিসি পরিচালিত গভীর নলকুপ পরিদর্শন
স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরে গোকুল পালাশ বাড়ী বিএডিসি পরিচালিত আজিজার রহমানে গভীর নলকুপ পরিদর্শন করের উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ ফজলে ইলাহি সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিন উদ্ধর্তন উপ সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ,উপসহকারী কৃষি কর্মকর্তা লেয়াকত আলী,গভীর নলকুপ ম্যানেজার আজিজার রহমান জানান,১৯৭৫ ইং সাল থেকে গভীর নলকুপ থেকে পরিচালিত হয়ে আসছে,একই গ্রামের আজিজার রহমান ধলু সহ একটি মহল তার প্রতিদন্দি হিসাবে তার পাশেই সেচ কমিটির সরকারী নিতিমালা তোয়াক্কা না করে ১০” হাউজিং স্থাপন করে বিদুৎ এর সংযোগের অনুমতি না পেলেও তাদের নলকুপটি চালু করার পায়তারা করছে এ কারনে তিনি বাদী হয়ে আজিজার রহমান ধলু,পিতা মৃত্যু হাফিজ উদ্দিন,বজলার রহমান,পিতা আব্দুল আজিজ মোল্লা,মোজাহার হোসেন মোল্লা,পিতা আব্দুল আজিজ ও মাছুম বিল্লাহকে সকলের সাং পালাশ বাড়ী দক্ষিণ পাড়া গোকুল বগুড়াকে বিবাদী করে গত ২৬-১০-১৪ ইং বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করে যার নং ২৩৩।