আকাশ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ গত রবিবার বিকালে সদরের গোকুল ছ”মিল বন্দর থেকে ওয়ার্কসপ মেটাল ও ভটভটির দুই জন শ্রমিককে সদর থানার পুলিশ অন্যায় ভাবে আটক করলে তাদের পিতারা মহাস্থানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।
লেখিত বক্তব্যে আটক কৃত আবু সাঈদ ও আব্দুল কুদ্দুস এর পিতা যথাক্রমে শাহাজাহান ও সালামত আলী উভয়ে সাং বগুড়া সদরের চিংগাস পুর ও বড় সরুল পুর গ্রামে । আবু সাঈদের পিতা জানান, আমার সন্তান বগুড়া বিসিক এলাকার মেসার্স মাসু এন্ড সন্স এর ওয়ার্কসপ মেটালে কাজ করে বাড়ী ফিরার পথে গোকুলে ছ”মিল বন্দরে পৌছিলে দেখতে পায় রাস্তা অবরোধ হয়েছে। সে জন্য সে পায়ে হেটে মহাস্থান তেলের পাম্প হতে মহাস্থানে আসার পথে পুলিশ অবরোধ কারী সন্দেহে তাকে আটক করে। অপর দিকে সদর উপজেলার বড় সরলপুর গ্রামের আঃ কুদ্দুশের পিতা জানান, আমার ছেলে এক জন ভটভটি শ্রমিক। সে ভটভটি চালিয়া জীবন যাপন করে ঐ দিন একই সময়ে সে ভটভটি নষ্ট হওয়ার কারনে গ্যারেজ থেকে পায়ে হেটে মহাস্থানে আসার পথে পুলিশ তাকে অন্যায় ভাবে আটক করে। আটক কৃতদের পিতারা জানান, তাদের সন্তানেরা নির অপরাধ। তারা কাজ শেষে বাড়ী আসার পথে রাস্তায় অবরোধ দেখে পায়ে হেটে মহাস্থানে আসার পথে পুলিশ তাদের কে আটক করে। তারা পুলিশের কাছে আনেক কাকুতী মিনতি করে যে আমরা বগৃুড়া থেকে কাজ শেষ করে বাড়ী যাচ্ছি। আমরা অবরোধ কারী নই। আমার বাবা মা গরীব মানুষ, দিন আনে দিন খায়। কে শুনে ধর্মের কাহিনী। শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে অন্যায় ভাবে ২৯-৬-১৫ ইং ৮২/৪৩৫ নং সদর থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য উপাদান বলি আইনের ৩ ধারার একটি মামলা দায়ের করে। তারা প্রশাসানের প্রতি আকুল আবেদন জানান, আমরা সন্তানদের গরীব পিতা, নির অপরাধ আমাদের সন্তানদেরকে নিঃশর্ত মুক্তির দাবী করছি। এবং অন্যায় ভাবে আমাদের সন্তানদের বিরুদ্ধে দায়ের করার মিথ্যা মামলা প্রত্যাহার করারও আবেদন করছি।