স্টাফ রিপোর্টারঃ চলমান সহিংসাতা, সন্ত্রাস ও নশকতা প্রতিরোধে সদর উপজেলায় এক আইন শৃংখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস ও বিশেষ অতিথি পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম সহিংসাতা, নাশকতা ও সন্ত্রাস ঠেকাতে উপস্থিত সকল ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন। এসময় ইউপি চেয়ারম্যানদের বক্তব্য পর্বে সদরের নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুন, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল, ফাঁপোড় ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন, নাশকতা যারা করে তারা কোন দলের নয়, তারা দুরবৃত্ত, এরা দেশ ও জনগণের শক্রু। কিন্তু দু:খজনক হলেও সত্য যে আমাদের উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাকে মিথ্যা মামলা দেয়ার কারণে উপজেলার সকল র্কাক্রম বন্ধ হয়ে গেছে। আমরা ইউনিয়ন পর্যায়ে সকল নাশকতা ঠেকাতে চাই, এই জন্য আমাদের উপজেলা চেয়ারম্যানের সাথে আলোচনার মাধ্যমে সমন্বয় করে তা করতে হবে। এজন্য চেয়ারম্যান হেনাকে অবিলম্বে মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে এবং তাকে হয়রানি না করলে আমরা সকল চেয়ারম্যান আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। তার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা জনগণের নিরাপত্তা ও জনসেবাসহ কোন কার্যক্রম স্বাভাকিব ভাবে করতে পারছি না। উপরোক্ত বক্তবের সমর্থন করে শেখেরকোলা ই্উপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজিবুল ইসলাম খাঁন রাজু, সাবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিনও উপজেলা চেয়ারম্যান হেনার মুক্তি দাবি করেন। তাদের বক্তবের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম ইউপি চেয়ারম্যানদের আশ্বাস্ত করে বলেন, চেয়ারম্যান হেনা যদি মিথ্যা মামলায় জড়িত হয়ে থাকে তাহলে অবশ্যই তা থেকে তাকে রেহায় দেয়া হবে। এসময় সুশিল সমাজের প্রতিনিধি শিক্ষক/শিক্ষীকা বৃন্দ ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
(আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: তাং ০১-০২-২০১৫ইং)