স্টাফ রিপোর্টারঃ বুধবার বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান আব্দুল মোমিন এর আহ্বানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মহোদয়ের পত্রের নির্দেশ মোতাবেক চলমান অবরোধ, নাশকতা প্রতিরোধ, পণ্য সরবরাহ এবং জীবনমান স্বাভাবিক রাখার জন্য করণীয় বিষয়ে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গোকুল ইউপি সদস্য তোফাজ্জল হোসেন লেদুর সভাপতিত্বে ও ইউপি সদস্য ফারাইজুল ইসলাম এর পরিচালনায় উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া সমবায় ব্যাংক’র চেয়ারম্যান যুবলীগ নেতা আমিনুল ইসলাম ডাবলু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হরতাল, অবরোধের বিরুদ্ধে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এলাকার আইন শৃংখলা উন্নয়নে সবাইকে সহযোগীতা করতে হবে। এস.এস.সি পরীক্ষার্থীরা যাতে নির্বিঘেœ পরীক্ষার হলে যাতায়াত করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, নূর আলম মাষ্টার, ফয়েজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মহিলা সদস্য গোলাপী বেগম, নাজমা সরকার, কামরুন্নাহার, গোকুল তমিরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাওসার আলী খোকন, সরকার সাইফুল ইসলাম, মাষ্টার ফরিদ উদ্দিন, শাহজাহান আলী, সামছুল হক, ওবায়দুর রহমান রানা, মাও: লুতফর রহমান, সামছুল হক মোল¬াহ, এবিএম জুলফিকার তরুণ প্রমুখ। এসময় সদর থানা যুবলীগ নেতা ইফতেখারুল ইসলাম মামুন, সফিকুল ইসলাম আপেল, জাকির হোসেন, বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।