GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com




আকাশ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ দৈনিক দূরন্ত সংবাদ পত্রিকার সম্পাদক স্বপ্না তালুকদার বলেছেন, দেশে আজও অনেক বিবেকবান সাংবাদিক রয়েছে যাদের লিখনির মাধ্যমে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর সর্ব প্রকার জনসাধারনের কল্যান সাধিত হয়। তিনি আরো বলেন, যারা দেশ পরিচালনা করার দায়িত্বে থাকেন তারা হওতো কখনোই জানেননা অজোপাড়া গায়ে কোথায় কি সমস্যা, সে সমস্যাগুলো সমাজের বিবেক সাংবাদিকরাই তাদের লিখনির মাধ্যমে জাতির কাছে তুলে ধরে এবং সচেতন অভিজ্ঞ মহলের দৃষ্টি দেওয়ার আকুল আবেদন জানান। তাই তাদের প্রাপ্য সম্মান পাওয়া উচিত। গত শনিবার আন্তর্জাাতিক মাতৃভাষা দিবস ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পীরগাছা ইউনিটের প্রথম বর্ষপুতি উযাপন উপলক্ষে বগুড়ার পীরগাছা ইউনিট কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিটের সভাপতি আতাউর রহমান এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা এবং মফস্বল বার্তা স্মরনিকার মড়ক উন্মোচন ও কেক কেটে ফোরামের বর্ষপুতি পালণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাবতলী উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ, অনলাইন নিউজ বগুড়া টাইমস২৪.কম এর চেয়ারম্যান আপেল মাহমুদ, দৈনিক প্রভাতের আলো পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক হারুনার রশিদ তালুকদার,ইউনিট উপদেষ্টা এম এ রশিদ,গাবতলী মডেল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম আকন্দ। মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজুর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থান প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস আই সুমন, ইউটিনের সাধারন সম্পাদক রেজা খান, দৈনিক দুরন্ত সংবাদ প্রত্রিকার ব্যাবস্থাপন সম্পাদক মতিয়ার রহমান মতি,প্রবিন সাংবাদিক আব্দুল বাছেত,উপদেষ্টা সদস্য উজ্জল চন্দ্র সরকার, ডাঃ আরশাদ হোসেন রুবেল, এনামুল হক উকিল, আলীউল রেজা, আব্দুস ছালেক,ব্যাংক এশিয়া পীরগাছা এজেন্ট শাখা ব্যাবস্থাপক মোফাসসার আহম্মেদ লিটন,সাংবাদিক আব্দুল বারী, তাপস কুমার নন্দী, সুনিল দত্ত,আজিজুল হক বিপুল, এস আই আকাশ,মোজাফফর রহমান,ফজলুল হক,ফিরদাউস আলম, বিশিষ্ট ব্যাবসায়ী গোবিন্দ সরকার, পীরগাছা হাট ইজারাদার শাহ আলম, হীরা সরকার, রনজু আহম্মেদ, হায়দার আলী, নিবর, জাহেদুলসহ শতাধিক সাংবাদিক ও বিশিষ্টজন।শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে এক বর্ণাঢ্য র‌্যালী বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।

Comments
0 Comments
 
Top