GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ রবিবার সকালে বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ী মধ্যে পাড়া গ্রমি থেকে পুলিশ এক গরু ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু লাশ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৫)। সে পলাশবাড়ী গ্রামের মৃত আব্দুল্লাহর  পুত্র। তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এস আই গোলজার হোসেন জানান, শনিবার সকালে তার বাড়ী হতে প্রায় ২শ গজ দূরে এক কলাবাগানের পূর্ব পার্শে ফাকা জমি থেকে তার লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। রিপোর্ট তৈরীর সময় তার কপালে ও চোখের কোনায় রক্তাক্ত জখমের চিহ্ন দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকা বাসী জাজান পূর্ব শত্রুতার জেরধরে সুকৌশলে রাত অনুমান ৩ টায় মোবাইল ফোনে ডেকে নিয়ে  শ্বাসরুদ্ধ করে বা মারপিট করে তাকে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের জন্য তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শফিকুলের স্ত্রীর দাবি গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তার স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন। সকালে তার লাশ পাওয়া যায়। মৃত শফিকুলের দুই শিশু কন্যা রয়েছে। এব্যাপারে এলাকায় গুঞ্জন উঠেছে তাকে সুকৌশলে গভীর রাতে হত্যা করা হয়েছে কিন্তু প্রকাশ্যে তার ব্যাপারে কেউ মুখ খুলছে না।তদন্ড করলে সফিকুরৈর মৃত্যু রহস্র উদঘাটন সম্ভব হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
Comments
0 Comments
 
Top