GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: শিশু কন্যার বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়। নারী অধিকার নিশ্চিত করুন। বাল্য বিবাহ প্রতিরোধ করুন। শোষণমুক্ত নারী সমাজ গড়ে তুলুন। নারী সমাজ প্রতিযোগী নয়, নারীকে সহযোগী ভাবুন। আঠারো’র আগে বিয়ে নয়, বিশ’র আগে সন্তান নয়। এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রটেক্টিং হিউম্যান রাইট্স এর সহযোগীতায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং বাল্য/শিশু বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, শিবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। তিনি আরো বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী সমঅধিকার নিশ্চত করতে হবে। নারী সমাজের জাগরণ ছাড়া আমাদের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। তাই আমাদের বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। নারীদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কেননা মা শিক্ষিত হলে সন্তন শিক্ষিত হয়। রায়নগর ইউপি চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ রিজু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিউটি  বেগম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমীন, অফিসার ইনচার্জ এস এম আহসান হাবীব, হিউম্যান রাইট্স প্রোগ্রাম’র রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার, তানজিমুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার অন্তর্গত ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানগণ, শিবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির নেতা সানাউল হক সানা, রায়নগর ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, আব্দুর রাজ্জাক, ওয়াহেদ আলী হাম্মাদ, রায়হান আলীসহ সকল ইউপি সদস্য, ইউপি সচিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় রায়নগর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা এবং তা সফল করার জন্য সবার সহযোগীতা কামনা করা হয়। 
Comments
0 Comments
 
Top