GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মেধা বিকাশে কাজ করার জন্য শিক্ষক/শিক্ষীকাদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। শিক্ষা জীবনের একটি অন্যতম অংশ হলো খেলাধূলা। সংস্কৃতিক একটি জাতির ঐতিহ্য বহন করে তাই আমাদের রুচিশীল সংস্কৃতির চর্চা করতে হবে। রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফাঁসিতলা এন বি আর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে বর্ষ বরণ,পান্তা ভাত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটর সভাপতি প্রভাষক বাকী বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্। এ সময় বিশেষ অতিথি হিসাবে এমপি পতœী,রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু,নামুজা ইউপি সাবেক চেয়ারম্যান আবজাল হোসেন,মকবুল হোসেন মাষ্টার,মোকম্মেল হক মুকুট,অত্র বিদ্যালয়েরপ্রধান শিক্ষক শাহজান আলী ,মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,সমাজ সেবক মোকলেছার রহমান,আবু বক্কর সিদ্দিক মাষ্টার আমিনুল ইসলাম ,আল আমিন,ওয়াজেদ আলী,জালাল উদ্দিন,কাবাসী বেগম,জাহেদুর রহমান,মশিউর রহমান ইয়াসমিন আক্তার,রায়নগর ইউপি সদস্য ওয়াহেদ আলী হাম্মাদ, আঃ রাজ্জাক,রায়হান আলী প্রমুখ।ফাঁসিতলা বাজার সুমাইয়া ষ্টীল ওয়ার্কসক এর পক্ষ থেকে স্কুলে শত ভাগ উস্থিতি ও শ্রেনীতে  প্রথম স্থান অধিকারী ৬০ জন ছাত্র/ছাত্রীদের হাতে ইসলামী নবী রাসূলদের জীবনী বই তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে অত্র বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments
0 Comments
 
Top