GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নূরুইল বিলে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। দির্ঘদিন ধরে উক্ত বিলের চারপার্শ্বে বালু উত্তোলনকে কেন্দ্র করে বালু দস্যু এবং জমির মালিকদের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। বালু উত্তোলনকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষ পর্যন্ত হয়েছে। মামলা মোকাদ্দমা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। কিন্তু বালু দস্যুরা কোন কিছুকে তোয়াক্কা না করে মতার দাপটে বালু উত্তোলন করে আসছিল। মুলত বালু উত্তোলনকারীদের কাছে জমির মালিকরা ছিল অসহায়। এরই প্রেেিত গত শুক্রবার সকালে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহান এর নেতৃত্বে বালু দস্যুদের বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় এলাকাবাসী ও গ্রাম্য পুলিশের সহযোগীতায় বালু উত্তোলনের সরঞ্জাম, বালু বহনের রাস্তা গুড়িয়ে দেওয়া সহ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদপে গ্রহণ করা হয়। উক্ত বালু উত্তোলন বন্ধ অভিযানে অংশগ্রহণ করেন বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাড়ির এস.আই শফিক ও তার সঙ্গীয় ফোর্স।  
Comments
0 Comments
 
Top