GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আকাশ সদর  (বগুড়া) প্রতিনিধিঃ দেশকে স্বনির্ভরশীল করতে হলে স্থাণীয় সরকারকে শক্তিশালী করতে হবে
এখনো এমন মানুষ আছে এটা জানেনা যে রাষ্ট্রের কাজ থেকে তার অনেক কিছু পাওয়ার আছেরাষ্ট্রও যে তার কাছ থেকে কিছু পায় এটাও সে জানেনাআমাদের জীবন যাত্রার মান অনেক নিচে নামিয়ে গেছে, আমাকে জানতে হবে রাষ্ট্রের  কাছ থেকে আমার কি কি পাওনা আছে, আবার এও জানতে হবে রাষ্ট্রের আমার কাছ থেকে কি কি পাওনা আছে,  তবেই আমি হতে পারবো একজন সচেতন নাগরিকতিনি আরোও বলেন,  ২০১৫-২০১৬ ইং অর্থ বছরে শিক্ষাখাতে এবারের বাজেট খুবই কম,  শিক্ষাখাতে বাজেট বাড়াতে হবেশনিবার  বিকেলে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন পরিষদ ও সচেতন নাগরিক কমিটির  আয়োজনে ভান্ডর পাইকা শেখ মুজিব উচ্চ বিঃ মাঠে, ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে   উপরোক্ত কথা গুলো বলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাবিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা (সনাক) সভাপতি একেএম বজলুল করিম বাহার, সহ সভাপতি মাছুদার রহমান হেলাল, বাজেট পেশ করেন ইউপি সচিব আজমল হোসেন, এ সময়  উপস্থিত ছিলেন, সাবেক সরকারী কর্মকর্তা আঃ ছাত্তার, এ্যাডঃ জাহাঙ্গীর হোসেন ফিট, ভান্ডার পাইকা শেখ মুজিব উচ্চ বিঃ প্রধান শিক্ষক কামরুল হাসান পিটার,  ইউপি সদস্য আজিজার রহমান, আঃ লতিফ, জবেদ আলী নকল চন্দ্র, মোস্তাফিজার রহমান, মোবারক আলী, নতুন সরকার, মির্জা হাকিম, ইউপি সদস্যা সুফিয়া খাতুন জিন্নাহ, রুলি বেগম, বিলকিস বেগম প্রমুখ  উক্ত বাজেট সভায়  ইউনিয়ন বাসী উপস্থিত থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নের লে পরামর্শ মূলক মতামত ব্যক্ত করেন২০১৫-১৬ অর্থ বছরে অত্র ইউনিয়নে মোট বাজেট ধার্য্য করা হয় ৯৪,১৮,৭৩৯  টাকাসমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য আশরাফুল আলম রবিন

Comments
0 Comments
 
Top