সদর (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নির্বাহী অফিসার শাহানা আখতার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, আমরা জণগনের সেবা করতে এসেছি। কারো রক্ত চক্ষুকে ভয় করে আমরা কাজ করি না। গত রবিবারের দিন উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা সাথে ঘটে যাওয়া ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। সেই সাথে দোষি ব্যাক্তিদের কে আইনে আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়ার আহবান জানান। সদর উপজেলা ভূমি অফিসার আরাফাত রহমান, এ সময় অন্যান্যনের বক্তব্য রাখেন ফাঁপোর ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক তিনি বলেন, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত মামলা রুজু হয়নি কেন ? লাহিড়ী পাড়া ইউপি চেয়ারম্যান ইনজিঃ আপেল মাহমুদ বলেন, সন্ত্রাসী করার জায়গা উপজেলা পরিষদ নয় । যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তি প্রদান করতে হবে। এরুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মন্ডল বলেন, নির্বাহী অফিসারের সাথে যে অসৌজন্য মূলক আচরণ করা হয়েছে ত্ াআমি প্রত্যক্ষদর্শী। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার ব্যবস্থা করতে হবে। শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, এ ধরনের ঘটনা উপজেলা পরিষদে ঘটলে আমরা উপজেলা পরিষদে আসবো না। এ সময় উপস্থিত ছিলেন, নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুন ,সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ পারভীন, এস আই মোসাদ্দেক আলী, সমবায় অফিসার মাহবুবুর রহমান, সহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা
বৃন্দ।