মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার সদরের বারপুর থেকে নামুজা হয়ে পিরব ও মোলামগাড়ী হাটে যাওয়ার একমাত্র পাকা রাস্তাটি
চলাচলের অযোগ্য হয়ে পড়েছে , দেখার কেউ নেই।
বগুড়া সদরের বারপুরে
মোড় পার হয়ে হারুনের দোকান থেকে নামুজা ও পিরবে যাওয়ার পাকা রাস্তাটি গর্ত হয়ে চলাচলের
অযোগ্য হয়ে পড়েছে।
রাস্তার উপর দিয়ে
প্রতি দিন হাজার হাজার সিএনজি,বাস,ট্রাক সহ বিভিন্ন হালকা ও ভাড়ী যানবাহন চলাচল করে। বারপুর থেকে হারুনের
দোকান পর্যন্ত সংস্কার হলেও তার পর থেকে নামুজা ও পিরব যাওয়ার বাকী রাস্তাটি অদ্যবদি
সংস্কার না হওয়ার কারনে বৃষ্টির পানিতে খানা খন্দক সৃষ্টি হয়ে যান বাহন চলাচলের অযোগ্য
হয়ে পড়েছে রাস্তাটি দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে ব্যাপক প্রাণ হানী
ঘটতে পারে । এ জন্য সড়ক ও যোগাযোগ মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট কর্তৃ পক্ষের
জরুরী হস্তক্ষেপ প্রয়োজন বলে ভূক্তভোগী মহল মনে করেন।