GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ হাইওয়ে সড়ককে নিরাপদ রাখতে কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি সকল জগণের সহযোগীতা প্রয়োজন।
গতকাল বৃহস্পতিবার বিকালে মহাস্থান সাকাওয়াদ ম্যানশনের সামনে মহাস্থান হাইওয়ে পুলিশিং কমিউনিটি কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা গুলি বলেন। হাইওয়ে পুলিশ সুপার বগুড়ার ই¯্রাফিল হাওলাদার। তিনি আরো বলেন মহাসড়ককে নিরাপদ রাখতে এবং আইন শৃংঙ্খলার উন্নতির জন্য কমিনিউনিটি পুলিশের পাশা পাশি সাধারণ জনগনকে এগিয়ে আসতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাইওয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি এনামুল হক প্রধান, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু,শিবগঞ্জ থানার ইন্সপেক্টর( তদন্ত) কামরুজ্জামান, এন আই সুলতান, বিশিষ্ট ব্যভসায়ী বাবুল মিয়া বাবু, আশরাফ আহম্মেদ, ইসলাম, রানা ফকির গবরা, শরিফ আহম্মেদ, সাইদুর ইসলাম, হামিদুল ইসলাম,খাজা মিয়া, রাজা মিয়া, খোকা মিয়া, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, সেকেন্দার, মকসেদুল, জেয়াউর রহমান, দুলাল, সাহাদৎ ,সবুজ, আঃ মালেক, রনজু মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যৌথ ভাবে আইফুল ইসলাম ও মহাস্থান প্রেস কাবের সভাপতি সাইদুর রহমান সাজু
।মহাস্থানে ২৩ সদস্য বিশিষ্ট হাইওয়ে পুলিশিং কমিটি গঠন করা হয়।
Comments
0 Comments
 
Top