আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ আমাদের দেশ সম্প্রিতী ও সৌহার্দের দেশ, এ দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সব্ইা মিলে বাস করি। যে কেউ যদি তার ধর্ম ঠিক ঠিক মত পালন করে তাহলে দেশে শান্তি ফিরে আসবে। সকল ধর্মেই মানবতার কথা আছে, আছে শান্তির কথা। আসুন সবাই মিলে ধর্মীয় গোড়ামী ভুলে, সমাজের শান্তি প্রতিষ্ঠায় সবাই এগিয়ে আসি। গতকাল শনিবার দুপুর ১২ টায় বগুড়া সদরের শেখেরকোলা ই্উনিয়নের, শেখেরকোলা বারোয়ারী দূর্গা মন্দির প্রাঙ্গণে, ১৬ প্রহরব্যপী লিলারস কীর্তন ও ভোগ মহৎসব অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন, বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য হুইপ নুরুল ইসলাম ওমর।এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা জাপার আহবায়ক এইচ এম ইকবাল,সদস্য সচিব আরিফুল ইসলাম শহিদ, যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম সুইট, বাংলাদেশ বঙ্গবন্ধু প্রজন্মলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান ডালিম, বাংলাদেশ জাতীয় পার্টি শেখেকোলা ইউনিয়ন শাখার সভাপদি আঃ মান্নান, সাধারণ সম্পাদক সেকেন্দা আলী, সাংগঠনিক সম্পাদক আঃ মোমিন, সাবেক চেয়ারম্যান শাহ জাহান আলী ধলু, আওয়ামীলীগ নেতা সবুজ, যুবলীগ নেতা ডাঃ আলমগীর হোসেন, শ্রী অপুর্ব কুমার ঘোঁষ, রেজাউল করিম, স্বপন, গোলাম রব্বানী, হুমায়োন কবির, আশরাফুল ইসলাম প্রমুখ।
সবাই মিলে ধর্মীয় গোড়ামী ভুলে সমাজের শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসি --------হুইপ ওমর
আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ আমাদের দেশ সম্প্রিতী ও সৌহার্দের দেশ, এ দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সব্ইা মিলে বাস করি। যে কেউ যদি তার ধর্ম ঠিক ঠিক মত পালন করে তাহলে দেশে শান্তি ফিরে আসবে। সকল ধর্মেই মানবতার কথা আছে, আছে শান্তির কথা। আসুন সবাই মিলে ধর্মীয় গোড়ামী ভুলে, সমাজের শান্তি প্রতিষ্ঠায় সবাই এগিয়ে আসি। গতকাল শনিবার দুপুর ১২ টায় বগুড়া সদরের শেখেরকোলা ই্উনিয়নের, শেখেরকোলা বারোয়ারী দূর্গা মন্দির প্রাঙ্গণে, ১৬ প্রহরব্যপী লিলারস কীর্তন ও ভোগ মহৎসব অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন, বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য হুইপ নুরুল ইসলাম ওমর।এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা জাপার আহবায়ক এইচ এম ইকবাল,সদস্য সচিব আরিফুল ইসলাম শহিদ, যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম সুইট, বাংলাদেশ বঙ্গবন্ধু প্রজন্মলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান ডালিম, বাংলাদেশ জাতীয় পার্টি শেখেকোলা ইউনিয়ন শাখার সভাপদি আঃ মান্নান, সাধারণ সম্পাদক সেকেন্দা আলী, সাংগঠনিক সম্পাদক আঃ মোমিন, সাবেক চেয়ারম্যান শাহ জাহান আলী ধলু, আওয়ামীলীগ নেতা সবুজ, যুবলীগ নেতা ডাঃ আলমগীর হোসেন, শ্রী অপুর্ব কুমার ঘোঁষ, রেজাউল করিম, স্বপন, গোলাম রব্বানী, হুমায়োন কবির, আশরাফুল ইসলাম প্রমুখ।