GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


সদর (বগুড়া)প্রতিনিধিঃ বুধবার বগুড়া সদরের ঠনঠনিয়া মডেল সরকালী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত তথ্য সংগ্রহ কারী ও সুপার ভাইজারদের  নিয়ে দিন ব্যাপি প্রশিক্ষণ কার্যাক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান।  তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদেরকে প্রশিক্ষণ প্রদান করেন জেলা নিবার্চন অফিসার ইউনুচ আলী। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নিবার্চন  অফিসার আনিছুর রহমান। ৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর ১৫ ইং পর্যন্ত থেকে বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।  নির্বাচন অফিসার মতিয়ুর রহমান বলেন, যাদের জন্ম তারিখ ০১-০১-২০০০ ইং তারিখ াব পর্বে তাদের তথ্য সংগ্রহ করা হবে।মৃত্যু ব্যক্তি বিদ্যমান ভোটার তালিকা থেকে নাম কর্তন কর হবে । ১৩ নং ফরুমে আবেদনের মাধ্যমে ভোটার স্থানান্ত করা যাবে। এবার ভোটার তালিকা থেকে বাদ পরলে ৩ বছর ভোটার হতে পারবে না এবং জাতীয় পরিচয় পত্র পাবে না। ২ বার ভোটার হওয়া দন্ডনিয় অপরাধ।

Comments
0 Comments
 
Top