আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের দক্ষিণ ভাগ ফকির পাড়ায় বিদ্যুৎতের শটসার্কিট থেকে অগ্নিকান্ডে ৪ টি পরিবারের টিনসেট ঘর,আসবাব পত্র,নগদ টাকা পয়সা সহ অনুমান ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানান এবং তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন ।
জানা গেছে, বৃহস্পতিবার দুপরে শেখেরকোলা ইউনিয়নের দক্ষিণ ভাগ ফকির পাড়া গ্রামে বিদ্যুৎতের শটসার্কিট থেকে অগ্নিকান্ডে জহুরা বিবি, হুমায়ন, মিটু ও মাছুদের ৪টি পরিবারের টিনসেট শয়ন ঘর, আসবাব পত্র, নগদ টাকা পয়সা সহ অনুমান ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধণ হয়। স্থানীয় লোকজনে সহায়তায় বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে সংবাদ পেয়ে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের সদস্যদেরকে নগদ ৪০ হাজার অনুদান প্রদান করেন এবং উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে আরও সহায়তা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মির্জা হাকিম, আব্দুল লতিফ, জবেদ আলী পাইকার, সাবেক ইউপি সদস্য আলাল উদ্দিন, জাহেদুল ইসলাম সমাজ সেবক ছামছুল আলম প্রমুখ। বর্তমানে ৪ টি পরিবারের সদস্যরা সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ও মানবেতর
জীবন যাপন করছে ।