GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের নামুজা ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম  চলছে।
শুক্রবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ছবি সহ ভোটার হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, ০১ জানুয়ারী ২০০০ ইং তারিখে বা তার পূর্বে যাদের জন্ম তারাই কেবল ভোটার হতে পারবেন। এছাড়াও কোন কারনে বয়স হওয়া স্বত্ত্বেও যারা ভোটার হতে পারেননি তারাও ভোটার হতে পারবেন।
 উপজেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান সাংবাদিকদের  জানান, আজ ৯ অক্টোবর  থেকে ইউনিয়ন পর্যায়ে নতুন ভোটারদের ফরম পুরনের কাজ শুরু হয়ে চলছে ছবি তোলার কাজ ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। যারা বাদ পরবে তারা ১৮ অক্টোবর সদর উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদ হতে পারবেন ও ছবি তোলার কাজ সম্পুর্ণ হবে  ।  এ সময় উপস্থিত ছিলেন, নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুন, ইউপি সচিব আজিজুল হক, সমাজ সেবক মাহুবুর রহমান, মাষ্টার নুর আলম, ইউপি সদস্য হারুনার রশিদ টুনু, জাহাঙ্গীর হোসেন, মহিলা সদস্যা সাহেরা বেগম, নাসিমা বেগম, রুমি বেগম সহ প্রমুখ।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top