সদর (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিবুল ইসলাম খান ( রাজু) বিরুদ্ধে কাবিটা কাজের দূর্নীতি অভিযোগ সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট ।
প্রকৃত পক্ষে কোন অভিযোগ না পেয়ে কিছু স্বার্থ ন্বেষী মহল, রাজাপুর ইউনিয়নের জোড়গাছা হাট হইতে মন্ডল ধরন গ্রাম পর্যন্ত সোলার প্যানেল স্থাপনের জন্য ২,৮৮,০০০/- ( দুই লক্ষ আটাশি হাজার) টাকা বরাদ্দ দেওয়া হয়। তা সম্পূর্ণ রুপে কাজ হওয়ার পরেও চেয়ারম্যানের বিরুদ্বে সাংবাদিককে দিয়ে বিভিত্তিহী সংবাদ অনলাইন পত্রিকায় প্রকাশ করিয়াছে। ইউনিয়নের সুনাম নষ্ট করার জন্য যে সংবাদটি ২৭ অক্টোবর প্রকাশ করা হয়েছে তা মোটেও ঠিক নয়। উক্ত কাজের পরিদর্শণ রিপোর্ট সদর উপজেলা উপ সহকারী প্রকৌশলী রমজান আলী স্মারক নং ১০২৫, তাং ১৭-০৮-২০১৫ ইং কে এলজি ইডি/উঃপ্রঃ/বগ-সদর /২০১৫/৩৫০ স্মারকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন, যাতে উল্লেখ করা হয়েছে ০৫ নং রাজাপুর ইউপি চেয়ারম্যানে অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের আনিত অভিযোগ সরেজমিনে তদন্ত সাপেক্ষে দেখা যায় ইহা অমুলক ও ভিত্তিহীন।
প্রকৃত পক্ষে কোন অভিযোগ না পেয়ে কিছু স্বার্থ ন্বেষী মহল, রাজাপুর ইউনিয়নের জোড়গাছা হাট হইতে মন্ডল ধরন গ্রাম পর্যন্ত সোলার প্যানেল স্থাপনের জন্য ২,৮৮,০০০/- ( দুই লক্ষ আটাশি হাজার) টাকা বরাদ্দ দেওয়া হয়। তা সম্পূর্ণ রুপে কাজ হওয়ার পরেও চেয়ারম্যানের বিরুদ্বে সাংবাদিককে দিয়ে বিভিত্তিহী সংবাদ অনলাইন পত্রিকায় প্রকাশ করিয়াছে। ইউনিয়নের সুনাম নষ্ট করার জন্য যে সংবাদটি ২৭ অক্টোবর প্রকাশ করা হয়েছে তা মোটেও ঠিক নয়। উক্ত কাজের পরিদর্শণ রিপোর্ট সদর উপজেলা উপ সহকারী প্রকৌশলী রমজান আলী স্মারক নং ১০২৫, তাং ১৭-০৮-২০১৫ ইং কে এলজি ইডি/উঃপ্রঃ/বগ-সদর /২০১৫/৩৫০ স্মারকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন, যাতে উল্লেখ করা হয়েছে ০৫ নং রাজাপুর ইউপি চেয়ারম্যানে অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের আনিত অভিযোগ সরেজমিনে তদন্ত সাপেক্ষে দেখা যায় ইহা অমুলক ও ভিত্তিহীন।