GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


সদর (বগুড়া) প্রতিনিধিঃ বিশেষ প্রজাতির কেঁচো ব্যবহার করে কোন উদ্ভিদ বা প্রানীর বর্জ প্রক্রিয়াজাত করনে যে সার পাওয়া যায় সেটি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এটি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, পরিবেশের ভারসাম্য রা করে , খরচ কম , ফসলের পুষ্টিগুন ও স্বাদ বাড়ায়, সহজ প্রক্রিয়া বাড়তি ঝামেলা নেই, গাছের জন্য প্রয়োজনীয় পুষ্ঠি উপাদান অন্য জৈব সারের তুলনায় অনেক বেশি থাকে, মাটির স্বাস্থ্য সমস্যা কমে ।
গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় লাহিড়ীপাড়া ইউনিয়নের ডেকড়া গ্রামে বগুড়া সদর উপজেলা পরিষদের অর্থায়নে ভার্মি কম্পোস্ট উৎপাদন কর্মসূচি অনুষ্ঠান উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শারমিন আকতার সুলতানা , কৃষি সম্প্রসারন সহকারী অফিসার আঃ মজিদ, ইউপি সদস্য ইউনুস আলী, আঃ সালাম, সাহাদাত হোসেন , আবু বক্কর , বাসেদ মিয়া, সুজামিয়া, এমরান হোসেন, জব্বার আলী,  উপজেলা আই সি টি রাজিব কুমার পালসহ অত্র এলাকার সকল কৃষান-কৃষানী বৃন্দ।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top