GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

 

তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। চারদিক ঢাকা পড়েছে কুয়াশায়। আজ শুক্রবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজংয়ে খেজুরের রস বিক্রিতে ব্যস্ত একজন গাছি। ছবি : স্টার মেইল
আগামী তিন দিন রাতের তাপমাত্রা আরো কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই কারণে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এবং সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরির্বিত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের ডিমলায় আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগের ফেনীতে সর্বোচ্চ ২৮ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top