GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


চেতনাবার্তা ডেস্ক: পাসপোর্ট থেকে ইসরাইল প্রসঙ্গ বাদ দেয়া হলেও বাংলাদেশিদের সেদেশে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ‘বহাল আছে’ এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে ইসরাইলের এক কূটনীতিকের টুইটের পর গতকাল রোববার এক বিবৃতিতে এভাবে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরাইল ভ্রমণে আগের মতোই নিষেধাজ্ঞা আছে। ইসরাইলের বিষয়ে বাংলাদেশের যে অবস্থান, সেখান থেকে বাংলাদেশ সরে আসেনি এবং বাংলাদেশ এক্ষেত্রে দীর্ঘদিনের অবস্থানেই অবিচল রয়েছে।’

বাংলাদেশ সরকারের দেয়া সব পাসপোর্টে এতদিন লেখা থাকতÑ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরাইল।’ কিন্তু নতুন ইস্যু করা ই-পাসপোর্টে এখন লেখা থাকছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। অর্থাৎ এ পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ।

গাজায় সাম্প্রতিক ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যে বাংলাদেশের পাসপোর্টে এ পরিবর্তনের বিষয়টি নিয়ে গত দুদিন ধরে আলোচনা চলছে।

এরই মধ্যে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপ-পরিচালক রাষ্ট্রদূত গিলাড কোহেনের একটি টুইট ওই আলোচনা আরও উসকে দেয়।

বাংলাদেশ ইসরাইলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা ‘তুলে নিয়েছে’ বলে মন্তব্য করে বিষয়টিকে স্বাগত জানানোর পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় ওই টুইটে।

ইসরাইলের ওই?টুইট নজরে আসার কথা জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন ইস্যু হওয়া ই-পাসপোর্ট থেকে ‘অল কান্ট্রিজ এক্সসেপ্ট ইসরাইল’ অংশটি বাদ দেয়ার পর এ বিভ্রান্তি তৈরি হয়েছে।

‘বিষয়টি তুলে দেয়া হয়েছে বাংলাদেশের ই-পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য। তার মানে এই নয় যে, মধ্যপ্রাচ্যের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হয়েছে। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে।’

আট দশক ধরে মধ্যপ্রাচ্যে জিইয়ে থাকা ফিলিস্তিন-ইসরাইল দ্বন্দ্বে বাংলাদেশ শুরু থেকে ফিলিস্তিনিদের পক্ষে।

বাংলাদেশ এখনও ইসরাইলকে স্বীকৃতি দেয়নি, ফলে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কও নেই। বরং ফিলিস্তিনকে দূতাবাস করতে ঢাকায় জায়গা দেয়া হয়েছে।

সরকারের সেই অবস্থান অটুট থাকার কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আল-আকসা মসজিদ কম্পাউন্ড ও গাজায় বেসামরিক লোকজনের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘের প্রস্তাবের আলোকে দুই রাষ্ট্র সমাধানকে স্বীকৃতি জানানোর মৌলিক অবস্থানেই আছে বাংলাদেশ, যেখানে ১৯৬৭ সালের যুদ্ধ-পূর্ববর্তী সীমানা ঠিক রেখে দুটি রাষ্ট্র তৈরি এবং পূর্ব জেরুজালমকে ফিলিস্তিনের রাজধানী করার বিষয়টি রয়েছে।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top